বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেল লাইনে বসে গেমে মগ্ন দুই যুবক ট্রেনের নিচে

  • প্রতিনিধি, জামালপুর   
  • ২২ জানুয়ারি, ২০২৪ ১৭:৪৪

রেল লাইনের দায়িত্বরত আনসার সদস্য হৃদয় বলেন, মজিবর ও শাকিল নামের দুই যুবক রেল লাইনে বসে গেম খেলছিল। তাদেরকে একবার রেল লাইন থেকে সরিয়ে দেয়াও হয়। কিন্তু ঘটনাস্থল থেকে আমরা চলে আসলে আবারও তারা রেল লাইনে বসে গেম খেলতে থাকে। হঠাৎ ট্রেন চলে আসলে আমরা দূর থেকে অনেক বাঁশি বাজিয়েছি। তবুও তারা রেল লাইন থেকে সরে যায়নি।

জামালপুরের মেলান্দহ উপজেলার রুকনাই এলাকার মজিবর ও শাকিল নামের দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি মেলান্দহ রুকনাই এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১৮ বছর বয়সী মজিবর ও ১৯ বছর বয়সী শাকিল নামের দুই যুবক রেল লাইনে বসে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল। এ সময় ট্রেন চলে এলেও তারা বুঝতে পারেনি। পরে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মজিবর রুকনাই গ্রামের মো. সাহিদের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শাকিল ওই গ্রামের মো. মাক্কুর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুজনেরই বিদেশ যাওয়ার কথা ছিল।

রেল লাইনে পাহারারত আনসার সদস্য হৃদয় বলেন, মজিবর ও শাকিল নামের দুই যুবক রেল লাইনে বসে গেম খেলছিল। তাদেরকে একবার রেল লাইন থেকে সরিয়ে দেয়াও হয়। কিন্তু ঘটনাস্থল থেকে আমরা চলে আসলে আবারও তারা রেল লাইনে বসে গেম খেলতে থাকে। হঠাৎ ট্রেন চলে আসলে আমরা দূর থেকে অনেক বাঁশি বাজিয়েছি। তবুও তারা রেল লাইন থেকে সরে যায়নি। এ সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।’

মেলান্দহ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে গেম খেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরো খবর