বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তীব্র শীতে বিপর্যস্ত সিলেটের জনজীবন

  • প্রতিবেদক, সিলেট    
  • ১৮ জানুয়ারি, ২০২৪ ১৩:১১

সিলেট আবহাওয়া অফিসের আব্দুল মুহিত বলেন, ‘সিলেটে প্রতিদিনই তাপামাত্রা কমছে। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’  

মাঘের শুরু থেকেই সিলেটে চলছে শীতের দাপট। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে।

বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীত আর ঘন কুয়াশায় বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সিলেটে সূর্যের দেখা মেলেনি। শীতের প্রভাব পড়েছে নগরজীবনেও। বেলা ১১টা পর্যন্ত নগরে মানুষজনের চলাচল ছিল সীমিত। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি একেবারেই কম।

নগরের দক্ষিণ সুরমার জান আলী শাহ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে বলেন, ‘শীতের কারণে আজ স্কুলে বাচ্চারা অনেক কম এসেছে। সকালে তো কুয়াশার কারণে রাস্তায়ই দেখা যায়নি। আমাদের অনেক কষ্ট করে স্কুলে আসতে হয়েছে।’

শীতের একেবারে কাবু হয়ে পড়েছেন বস্তিবাসী ও নিম্ন আয়ের ভাসমান মানুষেরা। শীতের প্রকোপে বিপর্যস্ত দরিদ্র চা শ্রমিকেরাও।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘চা শ্রমিকরা একেবারেই গরিব মানুষ। তাদের ভালো ঘর বা শীতের কাপড় নেই। তাই শীতে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এই কদিনের তীব্র শীতে চা শ্রমিকরা খুব কষ্টে আছেন। অনেকে ঘরের পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন।’

শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে সিলেটে। বিশেষত শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে বেশি। গত এক সপ্তাহে সিলেটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ভর্তির সংখ্যার বেড়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

সিলেট আবহাওয়া অফিসের আব্দুল মুহিত বলেন, ‘সিলেটে প্রতিদিনই তাপামাত্রা কমছে। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে গত পাঁচদিন ধরে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির ওপরে উঠছে না।

এ বিভাগের আরো খবর