বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফেব্রুয়ারিতে যুক্ত হচ্ছে কমিউটার ট্রেন

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ১৩ জানুয়ারি, ২০২৪ ২৩:৩৬

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, ‘নবনির্মিত এই রেলপথে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন দুটি কমিউটার ট্রেন চলাচল করবে। যাত্রীরা কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশন হয়ে চট্টগ্রামে যাতায়াত করতে পারবে।’

ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’-এর পর চালু হয়েছে দ্বিতীয় ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। এবার যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে এই রুটে চালু হচ্ছে ‘কমিউটার ট্রেন’।

নবনির্মিত এই রেলপথে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী।

তিনি বলেন, ‘স্থানীয়দের চাহিদা রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যেন ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ আগামী মাসেই এই রুটে কমিউটার ট্রেন চালুর চিন্তা করছে। এই ট্রেনে যাত্রীরা কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশন হয়ে চট্টগ্রামে যাতায়াত করতে পারবে। কমিউটার ট্রেনটি দিনে দু’বার করে যাতায়াত করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য বিদায়ী বছরের ১১ নভেম্বর উদ্বোধন করেন দোহাজারি-কক্সবাজার রেলপথ ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন। এরপর ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এক মাস পরই ১০ জানুয়ারি এই রুটে যুক্ত হয়েছে আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ‘সপ্তাহে ৬ দিন, সকাল ও রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। আর সকাল ও বিকেলে পুনরায় যাত্রী নিয়ে ট্রেন দুটি ফিরছে কক্সবাজারে। ঢাকা-কক্সবাজার রুটে এখন প্রতিদিন দুটি ট্রেনে যাতায়াত করছেন তিন হাজার ১৩০ জন যাত্রী।

এ বিভাগের আরো খবর