গ্রামীণফোনের সিমকার্ডে সর্বনিম্ন রিচার্জ সীমা ২০ টাকাই থাকছে।
মোবাইল ফোন অপারেটরটির একজন কর্মকর্তা বুধবার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ টাকাই সর্বনিম্ন রিচার্জ সীমা আপাতত থাকছে। সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ সীমার যে ঘোষণা দেয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না।
এ ছাড়া দুপুরে কয়েকটি গ্রামীণফোন নম্বরে ২০ টাকা করে রিচার্জ করে দেখা গেছে এই টাকা ব্যালান্সে যোগ হয়েছে।
সম্প্রতি সিমকার্ডে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দেয় মোবাইল অপারেটরটি। ওই ঘোষণায় বলা হয়, ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করা হচ্ছে।
গ্রামীণফোন কর্তৃপক্ষের ঘোষণার পরই শুরু হয় সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।