আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান রোববার রাতে সংবাদমাধ্যমগুলোকে দলের সভাপতির নির্দেশের কথা জানান।
নির্বাচনের ফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা অন্তর্কলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনাও দিয়েছেন তিনি।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান রোববার রাতে সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ ভোট অনুষ্ঠিত হয়েছে। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাতটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হন। বেশির ভাগ আসনে দলটির প্রার্থীরা এগিয়ে ছিলেন। যেসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তারাও আওয়ামী লীগের নেতা।