নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুর সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিবাদে ভোট বর্জন করেছেন আসনটির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর সিকাদার। ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্রদুটির ভোট গ্রহণ বাতিল করে দেয়া হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার দুপুরে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আলমগীর সিকদার। সংঘর্ষে আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।
আলমগীর সিকদার জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছিল। এর মধ্যে সকাল ১০টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দেখা যায় একটি কক্ষে নৌকা ও ইগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছে। এ নিয়ে তারা প্রতিবাদ করলে নৌকার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পরলে পুলিশ গুলি করে। এতে তার দুই সমর্থকের গায়ে ছররা গুলি লাগে।
সংঘর্ষের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, জাল ভোট দেয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার ও তার ভাই জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা কেন্দ্র ও ব্যালটবাক্স ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই ঘটনায় জাহাঙ্গীর সিকদারসহ ১০ জনকে আটক করা হয়েছে।