ভোট নিয়ে তথ্য পেতে তৈরি করা নির্বাচন কমিশনের অ্যাপে ঝামেলা হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) বলছে, সমস্যা তৈরি করেছে ইউক্রেন। তবে সারারাত বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে।
নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম রোববার বেলা ১টার দিকে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘ইউক্রেন ও জার্মানিসহ আরেকটি দেশ থেকে এই অ্যাপকে স্লো করে দেয়া হয়েছে। আমাদের টিম সারারাত কাজ করছে, এখনো করছে এটি সচল রাখতে। এটি এখন চলতেছে, কিন্তু একটু স্লো রয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব আরও বলেন, ‘২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ নির্মাণের খবরটি সঠিক নয়। ২১ কোটি টাকা ব্যয়ে কোনো অ্যাপ তৈরি করা হয়নি।
‘৬ বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যায় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। এটি প্রথম বছর চলছে, এখন পর্যন্ত আমরা ব্যয় করেছি ৮ কোটি টাকার মতো।’