বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে নৌকা ও ফুলকপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৭ জানুয়ারি, ২০২৪ ১২:০৭

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ১১টার দিকে পাহাড়তলী কলেজ কেন্দ্রের এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক গুলিবিদ্ধ দুজনের পরিচয় পাওয়া যায়নি।

তবে তাদের একজন রিকশাচালক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, মূলত সাবেক মেয়র মনজুর আলমের লোকজন ১০টার পর ওই কেন্দ্রটি দখলের চেষ্টা করেন। তখন কেন্দ্রের আশেপাশে থাকা বাচ্চুর লোকজন তাদের বাধা দেন। এতে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হন।

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, ‘আমরা ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। দুজন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি, এটা যাচাই করছি৷’

তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আশা করি আর কোনো ঝামেলা হবে না, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওই এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতীপ্রু বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনার সময় আমি ওইকেন্দ্রে ছিলাম না। ঘটনাস্থলে যাচ্ছি।’

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে ফুলকপি প্রতীকের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান।

এ বিভাগের আরো খবর