বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ৭ জানুয়ারি, ২০২৪ ১১:৪৩

স্থানীয়রা জানান, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী জিল্লুর রহমান টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। তিনি নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান জানান, ভোটকেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবারও মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নির্বাচনি সহিংসতায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর হামলায় নিহত হন ওই ব্যক্তি।

এ বিভাগের আরো খবর