ভোটের দিন বিএনপির ঢাকা হরতালকে ‘ঢংঢাং’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেছেন, আজ ভোট। আজ ছুটির দিন, উৎসবের দিন। আজ কীসের হরতাল। এসব বিএনপির ঢংঢাং। কেবল মিডিয়ায় বলার জন্য কর্মসূচি দেয়া। বাস্তবে হরতাল বলতে কিছু নেই।
রোববার সকাল ১০টার দিকে নগরের বন্দরবাজার এলাকার দূর্গাকুমার পাঠশালা এলাকায় ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, ‘এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তরুণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে আমাদের বিশ্বাস। তাছাড়া সিলেটে মানুষজন ভোট দিতে আগ্রহী। গত সিটি নির্বাচনেও ৪৬ শতাংশ ভোট পড়েছে। আমেরিকার নির্বাচনেও এতো ভোট পড়ে না। সুতরাং নট ব্যাড।’
তিন দিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের লোকজন যাদের কিছু টাকা পয়সা আছে তারা এরকম ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যান। এই ছুটিতেও অনেকে ঘুরতে চলে যেতে পারেন, তবে তা খুব একটা প্রভাব ফেলবে না।’
ওই সময় ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দল শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের পক্ষে। আমাদের দলে ভোট দিলে দেশের উন্নয়ন ও মঙ্গল হয়। দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে।’