দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে অন্যতম আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ভোটের দিন রোববার সকালে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সার্বিক পরিস্থিতি নিয়ে কামরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক। যেহেতু শীতের সকাল। কিছুক্ষণ পর ভোটার উপস্থিতি আরও বাড়বে।’
কোনো ধরনের সহিংসতা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। খুব সুন্দর ভোট হচ্ছে। স্মুথলি সবাই ভোট উৎসব করছে, লাইন ধরে ভোট দিচ্ছে। যত সময় গড়িয়ে যাচ্ছে ভোটারদের সংখ্যা তত বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।’
ঢাকা-২ আসনে ৫ লাখ ৫৮ হাজার ৯৫৭ জন ভোটারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত তিনটি ওয়ার্ড রয়েছে। যেটি সাভার, কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ নিয়ে গঠিত। এর মধ্যে কামরাঙ্গীচরেই এক লাখ ৭৬ হাজার ভোটার রয়েছে।
কামরাঙ্গীচরের ক্যামব্রিজ স্কুল কেন্দ্রে সাড়ে ১০ হাজারের ওপর ভোটার রয়েছে।
ওই কেন্দ্রের ভোটাররা বলছেন, এখানে বেশিরভাগ মানুষ শ্রমজীবী। এখন যে উপস্থিতি, সেটি ক্রমেই বাড়বে।