বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পটকার বিকট শব্দে খুলনা নিউ মার্কেটে আতঙ্ক

  • প্রতিবেদক, খুলনা   
  • ৬ জানুয়ারি, ২০২৪ ২১:০৯

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সেখানে পটকা ফোটানো হয়। সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন খুলনা শহরের অভিজাত বিপণি বিতান নিউ মার্কেটে দুর্বৃত্তদের ফোটানো পটকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

শহরের সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেটের ফটকের সামনে শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সেখানে পটকা ফোটানো হয়। সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ।’

আটক ব্যক্তিদের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্ক

এদিকে পটকা ফোটানোর বিকট শব্দে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক ভীতি সঞ্চার হয়। ক্রেতারা নিউ মার্কেটের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করেন। একই সঙ্গে বিক্রেতারাও অধিকাংশ দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন।

এ বিভাগের আরো খবর