দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার ভোটদানে বাধা দেয়া হলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
ভোটের আগের দিন শনিবার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মিরপুর-২ এলাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
র্যাব ডিজি বলেন, ‘আগামীকাল দ্বাদশ সংসদ নির্বাচন। আমরা নিশ্চিত হয়েছি, আমাদের চমৎকার কো-অর্ডিনেশন রয়েছে। আমরা সকলেই একসঙ্গে থেকে টিমওয়ার্কের মাধ্যমে আগামীকালকের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হব।’
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিযে র্যাবের প্রধান বলেন, ‘এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, ইতোমধ্যে আমরা সেটা সম্পন্ন করেছি। আমি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখে মনে হয়েছে সব ঠিক আছে, সুন্দর পরিবেশ।’
ভোট নিয়ে এম খুরশীদ হোসেন বলেন, ‘ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি পাঁচ বছর পর একবার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পায়। আগামীকাল সকল শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য আমরা প্রস্তুত রয়েছি।
‘ইতোমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, সকলের সঙ্গে সমন্বয় করে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘সারা দেশে আমাদের র্যাবের ইউনিট রয়েছে। সেখানে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোবাস্ট পেট্রলিং করছি। নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সাত শর মতো মোবাইল পেট্রল কাজ করবে। সেই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।’
বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধ করার জন্য র্যাবের সাইবার পেট্রলিংয়ের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সুইপিং টিম কাজ করছে। থাকবে ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।’
নির্বাচন বর্জন নিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও কিছু দল নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। মানুষের ব্যক্তিগত অধিকার রয়েছে, কেউ নির্বাচনে ভোট দিতেও পারে, নাও পারে, কিন্তু কেউ যদি ভোট দিতে চায় আর তাকে যদি বাধা দেয়া হয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তা হবে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি। আর এই বেআইনি কাজ যারা করবে, আমরা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছি, তাদের আমরা কঠোর হাতে দমন করব।’