দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার ভোটকেন্দ্রে না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ভোটের আগের দিন শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ভোটারদের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘গণতন্ত্রকামী প্রতিটি ভোটারের প্রতি আমাদের আহ্বান, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যারা আপনাকে গত ১৫ বছর অধিকার বঞ্চিত রেখেছে, তাদেরকে আপনি ৭ জানুয়ারি, রোববার অন্তত এক দিন বয়কট করুন। বিশ্বাস রাখুন আপনার এই এক দিনের সিদ্ধান্তে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের কবর রচিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতার সম্মান, গৌরব, মর্যাদা ফিরে পেতে হবে।’
ভোট বর্জনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানকে তুলে ধরে রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবিসংবাদিত নেতা আহ্বান জানিয়েছেন, আসুন আমরা দুদিনের সর্বাত্মক হরতাল সফল করি। আসুন আমরা সবাই মিলে ৭ জানুয়ারি ভোট বর্জন করি। আসুন আমরা আওয়াজ তুলি, ৭ জানুয়ারি ভোট বর্জন করুন, ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন।
‘৭ জানুয়ারি সারা দিন, পরিবারকে সময় দিন। আপনি, আপনার পরিবার, স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন এবং প্রতিবেশীদেরকেও ভোটের নামে বানর খেলার আসর বর্জন এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন।’