কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী পনির উদ্দিন আহমেদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ওই বক্তব্য নিয়ে ইন্টারনেট ও জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।
শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশিত ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে নির্বাচনি প্রচারে অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আপনারা পাঁচ বছর আগে আমাকে ভোট দেন নাই? পাঁচ বছর ফির আসছি। কাইও (কেউ) কয়- পাঁচ বছর কডে (কোথায়) ছিলেন? কাইও কয়- এডা (এটা) কি কললেন (করলেন), ওডা কি কললেন। কাইও কয়- আমার বলে উন্নয়ন নাই। তা কার উন্নয়ন আছে? ওমরা (ওরা) কয় (বলে) শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনা কি এমপি এডায় (এখানকার এমপি)? এটে (এখানে) কি শেখ হাসিনা এমপি? এখানে কে এমপি? জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ এমপি। শেখ হাসিনা কি বাপ জোয়াতির (বাপের) টাকা দিয়া উন্নয়ন করছে?’
জাতীয় পার্টির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নির্বাচনি প্রচার ছিল। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রচারকালে তিনি কথার এক প্রসঙ্গে বলে ফেলেছেন এসব কথা।’
তার এ বক্তব্য ‘কথার কথা’ ছিল বলে জানান তারা।
এই বিষয়ে প্রার্থী পনির উদ্দিন আহমেদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়। ফলে এই বিষয় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু নিউজবাংলাকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্য সম্পর্কে আমি জানি না। তবে আমি তার দুটি নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিলাম। সেখানে তিনি ‘মাননীয় প্রধানমন্ত্রী’ শব্দদ্বয় ব্যবহার করেছেন।”