সরকার ঘোষিত নূন্যতম মজুরির না পাওয়ার অভিযোগে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রাইজিং গ্রুপের মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, সরকারের ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ এখনও শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি। এখানে কোনো গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পান। তারা বেতন বৃদ্ধির জন্য বললে চাকরিচ্যুত করার হুমকি দেয় কর্তপক্ষ। এ ছাড়া মালিকপক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা তাদের মারধর করে। তাই কোনো উপায় না পেয়ে তারা সড়কে আসতে বাধ্য হয়েছেন।
ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার পর দুপুর দেড়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’