বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনা নিষেধাজ্ঞাকে ভয় পান না: কাদের

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ৪ জানুয়ারি, ২০২৪ ১৪:৪৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন অপেক্ষায় আছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন বা নিষেধাজ্ঞা আসবে। তাদের এই চিন্তা ভুয়া। শেখ হাসিনা ভিসা নীতিকে তোয়াক্কা করেন না। আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞাকে ভয় পান না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের ভিসা নীতি বা নিষেধাজ্ঞার পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন অপেক্ষায় আছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন বা নিষেধাজ্ঞা আসবে। তাদের এই চিন্তা ভুয়া। শেখ হাসিনা ভিসা নীতিকে তোয়াক্কা করেন না। আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞাকে ভয় পান না।

‘তিনি একমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পান। তিনি বাংলাদেশের জনগণকে ভালোবাসেন। এই জনগণ এবং এই মাটি আমাদের একমাত্র শক্তির উৎস। কোনো বিদেশি শক্তির হুমকির পরোয়া আমরা করি না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মারতে হবে। এখন তারা বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। বিএনপি হচ্ছে ভুয়া। তাদের আন্দোলনও ভুয়া।

‘আগামী ৭ তারিখ খেলা হবে। আর এই খেলা লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে।’

ওই সময় কাদের উপস্থিত ছাত্রলীগ নেতা-কর্মীদের কাছে জানতে চান এবার কারা কারা নতুন ভোটার। নতুন ভোটাররা হাত উঁচু করে জবাব দিলে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘এবার যারা নতুন ভোটার, তাদের জন্য শেখ হাসিনার উপহার পাঁচ বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান। তোমাদের অভিনন্দন, তোমাদের স্যালুট।’

বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে ওবায়দুল কাদের ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর