সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা দিতে ডেকেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
সিলেটের নির্বাচনি অনুসন্ধান কমিটি ও যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম বুধবার তাকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় শমসের মবিন বা তার মনোনীত কোনো প্রতিনিধিকে এ বিষয়ে কমিটিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মুবিনকে পাঠানো চিঠিতে বলা হয়, আপনি শমসের মবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী। মঙ্গলবার গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শিতেশ্বর গ্রামে এক ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়, এই অভিযোগের সমর্থনে কমিটির কাছে ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে বলা হয়, এ অবস্থায়, বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এ মর্মে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ ব্যাপারে শমসের মুবিন চৌধুরীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিনের সঙ্গে এ আসনে লড়ছেন নৌাকার প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আহমদ।