পাবনায় বিতর্কিত বক্তব্য দিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় দুই নেতার নামে দুটি মামলা করা হয়েছে।
আসামিরা হলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্দতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর ইসলাম মিন্টু।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেনের সমর্থক সবুজ সম্প্রতি চাটমোহরে এক সমাবেশে নৌকা ও মকবুল হোসেনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দেন।
চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে সবুজকে আসামি করে ১৯৭২ সালের আরপিওর ৭৩ ধারা এবং ২০০৮ সালের আরপিও আচরণবিধির ১১ (ক) ধারায় চাটমোহর থানায় একটি মামলা করেন।
নুর ইসলাম মিন্টুর নামে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হুমকি দেওয়ার অভিযোগ এনে মামলা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মিন্টু তার বক্তৃতায় বলেছিলেন, ‘নৌকার মাঝি ছাড়া অন্য কোনো এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’
নির্বাচন কমিশনের সোমবারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মামলাগুলো করেন বলে জানান উভয় নির্বাচন কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনি তদন্ত কমিটি তাদের (দুজন) বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শেষে দোষী সাব্যস্ত করেছে।’