কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের হাতঘড়ি মার্কার প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনি অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুনে নির্বাচনি অফিস ও পাশের একটি কীটনাশকের দোকান পুড়ে যায়।
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশন বাজারে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতঘড়ির সমর্থকদের অভিযোগ, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোজাখালী সিএনজি স্টেশন বাজারে হাতঘড়ি প্রতীকের নির্বাচনি অফিসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরবর্তী সময় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া কীটনাশকের দোকানদার বারেক সওদাগর বলেন, ‘কে বা কারা রাতের অন্ধকারে আগুন দিয়েছে দেখতে পাইনি। এ ধরনের নাশকতা বা অরাজকতা আসলে কাম্য নয়। আগুনে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। যদি নাশকতার উদ্দেশে এ আগুন দেয়া হয়, তাহলে যে প্রার্থীর লোক হোক না কেন সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।’