বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিজলায় পঙ্কজের অফিস ভাঙচুর, সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

  • প্রতিবেদক, বরিশাল   
  • ২৪ ডিসেম্বর, ২০২৩ ১৯:০৭

হামলার ঘটনায় আহত কর্মীদের চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ঈগল প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথ বলেন, ‘আগে কর্মীদের সুস্থ করার কাজটি করছি। সেই সঙ্গে পুলিশ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।’

বরিশালের হিজলায় আসন্ন সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের নির্বাচনি অফিস হামলা ও তার এক সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

স্বতন্ত্র এ প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগও উঠেছে।

হিজলার বড়জালিয়া ইউনিয়নের টেকেরহাট বাজার এবং ধূলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাত ও রোববার ভোরে এসব ঘটনা ঘটে।

আহত অহিদ সরদার ও তার স্বজনরা জানান, গত রাতে দুর্বৃত্তরা বড়জালিয়া ইউনিয়নের টেকেরহাট বাজারে ঈগল প্রতীকের নির্বাচনি অফিসে হামলা চালায়। ওই সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন অহিদ সরদার।

পঙ্কজ নাথের অনুসারীদের দাবি, রোববার সকালে ধূলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে পঙ্কজ নাথের অনুসারীরা লিফলেট বিতরণের পাশাপাশি নির্বাচনি প্রচারের কাজ চালাচ্ছিলেন। ওই সময় তাদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আকস্মিক হামলা চালানো হয়। সেই সঙ্গে আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদের বাড়িও ভাঙচুর করা হয়।

বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজের অনুসারীরা আরও দাবি করেন, ভোটার না হয়েও জামাল ঢালী, রবি ঢালী, সালাউদ্দিন, নিজাম, রফিকসহ একটা পক্ষ ধূলখোলায় দীর্ঘদিন ধরে শাম্মী আহমেদের অনুসারী বলে প্রভাব দেখিয়ে আসছেন এবং আজ এ হামলার ঘটনা ঘটিয়েছেন।

আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বাজারে আমরা ঈগল প্রতীকের প্রচারণার কাজ শুরু করি। তখন আকস্মিক ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। সে সময় মামুন নামে ঈগল প্রতীকের এক কর্মী গুরুতর আহত হন।’

পুলিশের উপস্থিতির কারণে সেই যাত্রায় প্রাণে রক্ষা পান জানিয়ে রাম প্রসাদ বলেন, ‘১৬ দিন আগে আমার বাড়িতে হামলা হয়েছে। ওই সময় ভয় পেয়ে বাবা অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিনই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আজ বাবার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের আয়োজন করা হয় বাড়িতে, কিন্তু তার আগে ৫০ থেকে ৬০ জন মিলে বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাল।

‘হামলার সময় বাড়ির নারীদের অকথ্য ভাষায় গালাগাল করে। আর এখন তো বাজারেও যেতে পারছি না হামলার ভয়ে। ওরা আবার হামলার জন্য ওত পেতে রয়েছে।’

হামলার ঘটনায় আহত কর্মীদের চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ঈগল প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথ বলেন, ‘আগে কর্মীদের সুস্থ করার কাজটি করছি। সেই সঙ্গে পুলিশ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।’

এসব ঘটনায় মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে এখন তো নিরাপত্তহীনতায় ভুগছি। কখন যে কার ওপর হামলা হবে, বলা যাচ্ছে না।’

জানতে চাইলে হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, ‘গত রাতের ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আর আজকে ধূলখোলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, তবে হামলার খবর আমার জানা নেই।’

আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদের বাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর