বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেউ টাকা দিলে নিয়ে নেবেন, ভোটটা নৌকায় দেবেন: রাসেল

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ২৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:০৬

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে রাসেল বলেন, ‘আপনাদের কাছে জীবনে যারা আসেই নাই, জীবনে যারা আপনাদের কাজেকর্মে আসে নাই, তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে। তারা হয়তো টাকা নিয়ে আসবে। এই টাকার হক আপনাদেরও আছে।’

যেসব প্রার্থী অতীতে ভোটারদের কাছে আসেননি তাদের কাছ থেকে টাকা নিয়ে হলেও নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল।

টঙ্গীর এরশাদনগর এলাকায় রোববার এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের সরব প্রচার চলছে গাজীপুরে। নির্বাচনি এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সকাল থেকে গাজীপুর সদর এলাকায় গণসংযোগ শুরু করেন গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেল। পরে টঙ্গীর এরশাদনগর এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে রাসেল বলেন, ‘আপনাদের কাছে জীবনে যারা আসেই নাই, জীবনে যারা আপনাদের কাজেকর্মে আসে নাই, তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে। তারা হয়তো টাকা নিয়ে আসবে। এই টাকার হক আপনাদেরও আছে।

‘আপনাদের শোষণ করে তারা এই টাকা কামিয়েছে। যদি টাকা দেয় শুধু রেখে দিবেন; কোনো কথা নাই। ভোট দেয়ার সময় যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। ভোট দেয়ার সময় নৌকা মার্কায় ভোটটা দিবেন।’

ওই সময় তিনি আরও বলেন, ‘আমি যদি আবারও নৌকা মার্কায় বিজয়ী হয়ে আসতে পারি, তাহলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পাঞ্চল গড়ে তোলা ও কারিগরি শিক্ষা প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করব।’

এ বিভাগের আরো খবর