আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন একপেশে হচ্ছে না মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, তবে এই নির্বাচনে বিএনপি এলো ভালো হতো।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, নির্বাচনি ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেন না অনেক দল অংশ নিয়েছে। তবে বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।
তিনি বলেন, নির্বাচন অফিস থেকে প্রার্থীকে সরাসরি শোকজ করি না। মাঠ পর্যায়ে নির্বাচন অনুসন্ধান কমিটি শোকজ করে। কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও আর্থিক জরিমানা করা হচ্ছে। প্রার্থিতা বাতিলের মতো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কোথাও কোথাও টুকটাক ঘটনা ঘটতে পারে।
এই নির্বাচন কমিশনার বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট হবে। এখন চলছে নির্বাচনি প্রচারণা। এবারের ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোট সর্মথকসহ অনেক দল অংশ নিলেও বিএনপি ও সমমনা দলগুলো অংশ নিচ্ছে না।