বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকার পক্ষে কাজ করতে ওসির নির্দেশ, হুমকি!

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ২৩ ডিসেম্বর, ২০২৩ ২৩:৩১

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘২০ ডিসেম্বর নির্বাচন কমিশনার বরাবর ওসির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ দেয়া হয়। কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করলে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল থানার ওসির বিরুদ্ধে।

নির্বাচন কমিশনে (ইসি) এই অভিযোগ করেছেন ময়মনসিংহ-৭ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ শনিবার রাতে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০ ডিসেম্বর নির্বাচন কমিশনার বরাবর ওসির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ ওই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগটি দেয়া হয়। এখন কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

অভিযোগে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবিএম আনিছুজ্জামান উল্লেখ করেন, ‘সম্প্রতি উপজেলার ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল আহাম্মদ ও ২ নম্বর বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শাহান শাহকে থানায় ডেকে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানীর পক্ষে নির্বাচন করার নির্দেশ দেন ওসি কামাল হোসেন। তা না হলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের হুমকি দেয়া হয়।

‘এছাড়া ওসির নির্দেশে ধানীখোলা ইউনিয়নের বিট অফিসার এসআই আমিনুল ইসলাম ধানীখোলা ইউনিয়নের ভোটারদের নৌকায় ভোট দেয়ার জন্য চাপ প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে গ্রেপ্তার করে জেলে ঢুকানোর হুমকি দিয়ে আসছেন।’

ধানীখোলা ইউপি’র চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল বলেন, ‘১৯ ডিসেম্বর এলাকার একটি কাজে থানায় গিয়েছিলাম। এ সময় ওসি কামাল হোসেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি কার নির্বাচন করছি। এখনও সিদ্ধান্ত নেইনি জানালে ওসি নির্দেশনা দিয়ে বলেন, নৌকার পক্ষে কাজ করতে হবে। আপনাকে দুদিনের সময় দিলাম, ভেবে আমাকে জানাবেন।’

বৈলর ইউপি’র চেয়ারম্যান মশিউর রহমান শাহান শাহ বলেন, ‘১৯ ডিসেম্বর সন্ধ্যার পর একটি মামলার বিষয়ে জানতে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে যাই। সেখানে গেলে ওসি বলেন, আপনি তো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তা করা যাবে না। আপনাকে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর পক্ষে কাজ করতে হবে। যদি তা না করেন তাহলে সমস্যায় পড়বেন।’

স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান বলেন, ‘নির্বাচান আচরণ বিধি লঙ্ঘন ও আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছি। তবে এ বিষয়ে কমিশন থেকে এখনও কিছু জানানো হয়নি।’

ওসি কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই দুই চেয়ারম্যানকে নৌকার পক্ষে কাজ করতে হুমকি বা মামলার ভয় দেখাইনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।’

এ বিষয়ে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দেয়া হয়েছে, সেখান থেকে বিষয়টি দেখবেন।’

এ বিভাগের আরো খবর