শনিবার রাত সোয়া ৯টায় আগুনের খবর পেয়ে ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস।
রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সোয়া ৯টায় আগুনের খবর পেয়ে ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুন সম্পূর্ণভাবে নেভানো হয় ৯টা ২৭ মিনিটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।