সাভারে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার দিলখুশাবাগ এবং মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার কোষাধ্যক্ষ রিপন মিয়া ও সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম। তারা উভয়েই ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানের সক্রিয় কর্মী।
মামলার এজাহারে বলা হয়, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তৌহিদ জং মুরাদের পৌরসভার মজিদপুরে অবস্থিত অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় রিপন মিয়া, নজরুল ইসলাম, আতাবর রহমান, তারেক বিন ওবায়েদ, জুয়েল শেখসহ অজ্ঞাত ১০-১২ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করেন। এ সময় নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত মাইকের অ্যামপ্লিফায়ার মেশিন, মাউথ পিস ও চেয়ার ভাঙচুর করে এলাকায় ভীতি সৃষ্টি করেন তারা। এ ঘটনায় মুরাদ জংয়ের সমর্থক আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করেন।’
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘গতকাল স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।’