ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে নিকটস্থ তেজগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৯টা ৩৫ মিনিটে বাসে আগুন দেয়ার সংবাদ পেয়ে তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত ৯টা ৫৮ মিনিটে পুলিশের উপস্থিতিতে আগুন নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।