মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে ব্যবহৃত মাইক ভাঙচুর এবং প্রচার কাজে নিয়োজিত দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের বিরুদ্ধে।
মারধরের শিকার দুইজন হলেন সিএনজি চালক মো. হেলাল ও মাইক ম্যান রোমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার সিএনজি চালক হেলাল বলেন, ‘বুধবার বিকেল থেকে সিএনজিতে মাইক লাগিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলাম। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিএনজি নিয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় গেলে আট থেকে ১০ জন যুবক আমাদের গতিরোধ করে মারধরের পর মাইক এবং মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
‘বাধা দিলে তারা মাইক, মাইকের মেশিন এবং সিএনজির একটি লুকিং গ্লাস ভাঙচুর করে। কোনো রকমে ছাড়া পেয়ে গজারিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানাই।’
গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, ‘তাদের লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
অভিযোগের বিষয়ে মৃণাল কান্তি দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি, তবে তার সমর্থক ও ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন বলেন, ‘আমাদের কোনো কর্মী-সমর্থক এ কাজ করেছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের নেতা-কর্মীদের নামে মামলা দিতে এগুলো অন্য কোনো পক্ষের কাজ।’