বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থীদের পছন্দের মার্কা ঈগল

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪৮

ইসি সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক নির্বাচন কমিশনে বিধিবদ্ধ করা আছে। এর মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের ইচ্ছামতো প্রতীকের জন্য আবেদন করতে পারেন। যদি কোনো আসনে একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন করেন, তাহলে সমঝোতা বা লটারির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দিয়ে থাকেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫২টিতে স্বতন্ত্র প্রার্থী তার পছন্দের মার্কা হিসেবে ‘ঈগল’ বেছে নিয়েছেন। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট নেতা হিসেবে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের পছন্দের প্রথম তালিকাই ছিল মার্কাটি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার ভোটের মাঠে রয়েছে ২৭টি দল। আর মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৫ জন। এসব প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ৩৮২ জন নিজের পছন্দমতো মার্কা বেছে নিয়েছেন।

স্বতন্ত্র ১৫২ প্রার্থীই তার পছন্দের মার্কা ঈগল বেছে নিয়েছেন। ফলে ভোটের মাঠের এবার নৌকা, লাঙ্গলের পরেই আলোচিত মার্কা হিসেবে প্রকাশ পেয়েছে ঈগল।

প্রার্থীদের মতে, ঈগলকে শক্তি, সামর্থ্য ও ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যার লক্ষ্য মিস হয় না। সাধারণ মানুষের কাছে বেশি বোধগম্য হওয়ায় তারা এ প্রতীক বেছে নিয়েছেন।

আলোচিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ফরিদপুরের নিক্সন চৌধুরী ও এ কে আজাদ, বরিশালের পঙ্কজ দেবনাথ, জামালপুরের ডা. মুরাদ হাসান, চট্টগ্রামের সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জের ড. জয়া সেনগুপ্তা, সিলেট-৩ আসনে ডা. ইহতেশামুল হক চৌধুরী, সিলেট-৬ আসনে সরওয়ার হোসেন, সিলেট-৫ আসনে আহমদ আল কবির, হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, গাজী মোহাম্মদ শাহেদ, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, ঝিনাইদহ-১ আসনের দুলাল বিশ্বান, ঝিনাইদহ-২ আসনের নাছের শাহরিয়ার মহুলের প্রতীক ঈগল। তারা এবার নৌকার মনোনয়ন চেয়ে পাননি।

ইসি সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক নির্বাচন কমিশনে বিধিবদ্ধ করা আছে। এর মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের ইচ্ছামতো প্রতীকের জন্য আবেদন করতে পারেন। যদি কোনো আসনে একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন করেন, তাহলে সমঝোতা বা লটারির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দিয়ে থাকেন।

ঈগল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের জন্য আরও ২৪টি প্রতীক বরাদ্দ রয়েছে। এগুলো হলো কলার ছড়ি, ট্রাক, ফুলকপি, মাথাল, থালা, কাঁচি, কেটলি, তবলা, বাঁশি, রকেট, ঢেঁকি, ফ্রিজ, খাট, তরমুজ, বেঞ্চ, স্যুটকেস, চার্জার লাইট, সোফা, ঘণ্টা, দালান, বেলুন, আলমারি, মোড়া, দোলনা।

ঈগলের পর স্বতন্ত্র প্রার্থীদের দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে ট্রাক। এ প্রতীক নিয়ে এবার মাঠে নেমেছেন আলোচিত নায়িকা মাহিয়া মাহি, তবে প্রতীক বরাদ্দের সময় বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ভোটের মাঠে সহজে বহনযোগ্য (প্রতীকের রেপ্লিকা) এবং সাধারণ মানুষের কাছে বেশি আকর্ষণীয় প্রতীক বেছে নেয়াই তাদের লক্ষ্য ছিল। সেই হিসেবে সবচেয়ে ভালো প্রতীক হলো ঈগল আর ট্রাক।

এ বিভাগের আরো খবর