ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে সরকার শাস্তির আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্টের নতুন ১৪ তলা ‘রেকর্ড ভবনের’ নির্মাণকাজের উদ্বোধন শেষে বুধবার সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ওবায়দুল হাসান বলেন, ‘আমাদের একটি নিরাপদ রেকর্ড ভবন প্রয়োজন যাতে আগুন না লাগে। এই রেকর্ড ভবনটি আমাদের স্মার্ট জুডিশিয়ারির একটি অংশ।’
একের পর এক ট্রেনে দুষ্কৃতিকারীদের হামলার বিচার হওয়া উচিত কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘যারা দোষী তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা না, পঞ্চগড় এক্সপ্রেস বা নোয়াখালী এক্সপ্রেস হলেও একই কথা হতো। আশা করি, সরকার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে।’
১৪ তলাবিশিষ্ট রেকর্ড ভবনটিতে তিনটি বেজমেন্ট থাকবে, যেখানে প্রায় ১৫৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পাম্প রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ড্রাইভার ওয়েটিং রুম এবং কার্গো লিফটের সুবিধাও থাকবে বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২ জুন নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।