ময়মনসিংহে নির্বাচনি ক্যাম্পের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৫২ বছর বয়সী রফিকুল ইসলাম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কোনাপাড়া হোতারবাড়ি মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের পক্ষে একটি নির্বাচনি ক্যাম্প স্থাপন করা হয়। কয়েকজন এলাকাবাসী মিলে ক্যাম্পটি স্থাপন করেন। নিহত রফিকের ছোট ভাই ফারুক হোসেন, আরেক ভাইয়ের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে রাখেন।
মঙ্গলবার সন্ধ্যার পর রফিকুল ওই ক্যাম্পে যান। এ সময় তাকে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে বলেন ফারুক। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বফিকুলকে প্রচণ্ড কিলঘুষি মারতে শুরু করেন তিনি। এ সময় রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘জমি নিয়ে রফিকুলের সঙ্গে তার ভাইদের মধ্যে আগে থেকে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। নিহতের নাকের বাম পাশে কাটা জখম দেখা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’