বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় সাবেক এমপিসহ ৯ জনের প্রার্থিতা প্রত্যাহার

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ১৭ ডিসেম্বর, ২০২৩ ১৯:৩৮

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জিনিয়ার মো. সাইদুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি আমরা। এর বাইরে কিছু বলতে নিষেধ করেছে দল।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কুমিল্লা থেকে ৯ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে একজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার খন্দকার মুশফিকুর রহমান।

প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনের জাকের পার্টির সদস্য এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের জাকের পার্টির প্রার্থী আবদুল লতিফ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সাদিয়া সাবা, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের জাকের পার্টির মোহাম্মদ সাইফুল ইসলাম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মো. শহিদুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের শাহ আলম মোল্লা এবং কুমিল্লা-৮ ও ৯ আসনের তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জিনিয়ার মো. সাইদুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি আমরা। এর বাইরে কিছু বলতে নিষেধ করেছে দল।’

শুধু তিনি নন, কেন মনোনয়ন প্রত্যাহার করছেন- এমন প্রশ্নে কোনো প্রার্থীই উত্তর দেননি। ‘উত্তর দিতে নিষেধ আছে’ বলে এড়িয়ে যান তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কুমিল্লার ১১ আসনের বৈধ প্রার্থী ৮৮ জন। আজ ৯ জন প্রত্যাহার করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনে কুমিল্লার ১৭ উপজেলায় ২৬ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ১১ আসনে ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।’

এ বিভাগের আরো খবর