আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
রোববার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়।
মনোনয়ন প্রত্যাহারের আবেদনে জি এম কাদের লিখেছেন, আমার ব্যক্তিগত অসুবিধার জন্য এই আসনে নির্বাচনে অংশ নিতে পারছি না।
তবে জাপা চেয়ারম্যানের রংপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।
ঢাকা-১৭ আসনে এবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৩ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরের মনোনয়নপত্রের সব তথ্য ঠিক থাকায় তা বৈধ বলে ঘোষণা করা হয়। এ ছাড়া জাপার আরেক প্রার্থী সালমা ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয় এ আসনে।