নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের পাশে পড়ে থাকা বস্তায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা দ্বিখণ্ডিত মরদেহটি বস্তাবন্দি করে এখানে সড়কের পাশে ফেলে যায়।
সৈয়দপুর এলাকার স্থানীয়রা জানান, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের পাশে পড়ে থাকা বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে সেখানে জড়ো হন স্থানীয়রা। এ সময় বস্তায় রক্ত জমাট বাঁধা ছিলো। বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে যায়। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।