কোন ধরনের সভা-সমাবেশ করলে নির্বাচন কমিশন (ইসি) কোনো আপত্তি জানাবে না, তা জানিয়েছেন কমিশনার মো. আলমগীর।
ভোটে নিরুৎসাহী করা সভা-সমাবেশের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর এক দিন পর বুধবার সন্ধ্যা সাতটার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ কমিশনার বলেন, ‘সুস্থ নির্বাচনে কেউ যদি বাধা দেয় অথবা কেউ যদি প্রতিহত করে, সেটা আমাদের আইন অনুযায়ী অপরাধ। আমরা সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এই রকম কাজ কোনো রাজনৈতিক দল করতে পারবে না।
‘মোটকথা নির্বাচন বাধাগ্রস্ত না হয় এমন কোনো সভা-সমাবেশে আমাদের কোনো আপত্তি নেই। শান্তিপূর্ণ কর্মসূচির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে অনুমতি দিতে পারে।’
তিনি বলেন, ‘যেকোনো দেশের যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার আছে। সেগুলো করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে করতে হয়। অনুমতি নিয়ে সেগুলো তারা করতে পারে।’
যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না তাদের জন্য এ আইন প্রযোজ্য কি না, এমন এক প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, ‘যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে বলতে পারে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না অথবা জনগণকে তারা বলতে পারে, আপনারা ভোট দিতে আসবেন না।
‘সেখানে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভোট প্রতিহত করা জন্য কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপ করে বা জ্বালাও-পোড়াও করে, যেমন গতকালকে আপনারা দেখছেন রেললাইন উপড়ে ফেলা হলো, এই ধরনের কাজ কেউ করতে পারবে না।’