সিলেটের ১০ নম্বর গ্যাস কূপের একটি স্তর থেকে জ্বালানি তেলের সন্ধান মিলেছে।
সচিবালয়ের নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট ১০ নম্বর কূপের ওই অঞ্চলে আমরা দুই মাস আগে খনন কাজ শুরু করি। এ খনন কাজে চারটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে প্রথম স্তরে আমরা তেলের সন্ধান পেয়েছি।’
তিনি বলেন, ‘রোববার এক হাজার ৩৯৭ মিটার থেকে এক হাজার ৪৪৫ মিটার গভীরতায় তেলের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিকভাবে ড্রিলিংয়ে সেখান থেকে ঘণ্টায় প্রায় ৩৫ ব্যারেলের মতো তেল উঠছে। কাজ শেষ হলে চার থেকে পাঁচ মাস পর তেলের মজুত জানা যাবে।’
নসরুল হামিদ বলেন, ‘দুই হাজার ৫৪০ ও দুই হাজার ৪৬০ মিটার গভীরতায় খনন সম্পন্ন হলে পুরো জায়গাটা আট থেকে ১০ বছর সাস্টেইন করবে।
‘যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে ১৫ বছরের বেশি সময় সাস্টেইন করবে। এর আগে ১৯৮৬ সালে হরিপুরে যে তেলের মজুত পাওয়া যায়, সেটা ৫ বছর সাস্টেইন করেছিল।’
দুই ঘণ্টায় প্রায় ৭০ ব্যারেলের মতো তেল উঠেছে, তবে এর পর কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এর পর সম্পূর্ণ মজুত জানা যাবে, তবে আমরা আশাবাদী মজুতটা স্থায়ী হবে।’