তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে অর্ধবেলা বিচারকাজ থেকে বিরত থেকেছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রোববার সকালে এ সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী বেলা সাড়ে ১১টা থেকে আপিল বিভাগ বিচারকাজ বন্ধ রাখে।
সকালে বিচারকাজ শুরু হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপিল বিভাগে উপস্থিত হয়ে বিচারকাজ বন্ধ রাখার আবেদন করেন।
তিনি বলেন, ‘বিচার বিভাগ পৃথকীকরণে যার অবদান অনস্বীকার্য, গণতন্ত্রের জন্য যার অবদান রয়েছে, এমনকি তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রতি আমাদের সম্মান জানানো উচিত।’
পরে আদালত অর্ধবেলা বিচারকাজ বন্ধ রাখে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মৃত্যু হয় ব্যারিস্টার মইনুল হোসেনের। রোববার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে তার জানাজা হওয়ার কথা রয়েছে।