আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের চাপ দেয়ার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, ‘আমরা স্বাধীন সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিদেশিরা শুধু জানতে চায় কী ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। এখানে তাদের চাপ দেয়ার কোনো অধিকার নেই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার জামালপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওই সময় তিনি আরও জানান নির্বাচন যথাসময়েই হবে। এতে কোনো শঙ্কা নেই।
নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ করছে না এবং তাদের চলমান কর্মসূচিতে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলে এটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে কমিশনের কিছু করার নেই এবং নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
‘আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় এ বিষয়ে কমিশনের কিছু নির্দেশনা আছে, সে বিষয়েই স্থানীয় প্রশাসনকে আমরা অবগত করতে এসেছি।’
তিনি বলেন, ‘নির্বাচনে যদি ভোটারদের উপস্থিতি ও তারা যদি সঠিকভাবে ভোট দিতে পারেন তাহলেই দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচন পরিচালনার স্বার্থে স্থানীয় প্রশাসন যা যা প্রয়োজন তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।’
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘এ নির্বাচনে অনেক নতুন প্রার্থী যুক্ত হয়েছেন। তারা বিগত দিনে রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই তাই তাদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে ধারণা কম।’
আচরণবিধি ভঙ্গ করে অনেক প্রার্থী দ্বিতীয়বার ভঙ্গ করবেন না এই শর্তে ক্ষমা চেয়েছেন বলেও জানান কমিশনার।