বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফসল রক্ষা বাঁধ প্রকল্পে শুধু কৃষিজীবীদের যুক্ত করার সিদ্ধান্ত

  • প্রতিনিধি, সুনামগঞ্জ   
  • ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:১৩

হাওরের ফসল রক্ষা বাঁধ বাস্তবায়নে গঠিত প্রকল্প বাস্তয়ন কমিটিতে (পিআইসি) কৃষিজীবী ছাড়া অন্য পেশায় জীবিকা অর্জনকারীদের যুক্ত না করতে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষার জন্য জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে এ সভার আয়োজন করা হয়।

হাওরের ফসল রক্ষা বাঁধ বাস্তবায়নে গঠিত প্রকল্প বাস্তয়ন কমিটিতে (পিআইসি) কৃষিজীবী ছাড়া অন্য পেশায় জীবিকা অর্জনকারীদের যুক্ত না করতে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনওদের প্রতিপালন করারও নির্দেশ দেন জেলা প্রশাসক।

সভায় অংশগ্রহণকারী জেলা কমিটির সদস্যরা জানান, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের সময় কাছাকাছি চলে এসেছে, এই সময়ে কৃষক ও কৃষিজীবী ছাড়াও অন্যদের প্রকল্প বাস্তবায়ন কমিটিতে যুক্ত করার জন্য তদবির হয়। বাঁধের ব্যবসা করার জন্য অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার চেষ্টা হয়।

বক্তারা বলেন, এবার যেন প্রকল্প গ্রহণ এবং পিআইসি গঠনে সতর্ক থাকেন সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, জেলার এক হাজার ৭১৮ কিলোমিটার হাওর রক্ষা বাঁধ দেখভাল করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মধ্যে সোমবারের সভায় ৩৭১ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ৭০ কোটি ৪২ লাখ টাকার প্রকল্পের প্রস্তাবনা দেয়া হয় পাউবোর পক্ষ থেকে।

সভায় উপস্থিত সদস্যরা জেলা কমিটির পক্ষ থেকে সরেজমিনে এসব প্রকল্প দেখে অনুমোদন দেয়ার প্রস্তাব করেন।

১৫ ডিসেম্বর থেকে সুনামগঞ্জের হাওরগুলোয় ফসল রক্ষা বাঁধের কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর