নোয়াখালী-১ আসনের বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে প্রকাশিত গেজেট অনুসারে নির্বাচন হতে বাধা নেই।
এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যিনি ওই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ড. মুহাম্মদ ইয়াসিন খান।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘বজরা ইউনিয়নকে নোয়াখালী-১ থেকে ২-এ অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা প্রশ্নে জারি করা রুলটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ওই দুই আসনে নতুন যে গেজেট হয়েছে, সে অনুসারে নির্বাচন হতে বাধা নেই।’
চলতি বছরের ১১ জুলাই এ রুল জারি করেছিল হাইকোর্ট। এরপর সেই রুলের ওপর শুনানি শেষে আজকে তা খারিজ করে দেয় উচ্চ আদালত।
এর আগে রিটের পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানিয়েছিলেন, নোয়াখালী-১ জাতীয় সংসদের ২৬৮ নম্বর সংসদীয় আসন, যেটি চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, সোনাইমুড়ী উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ সীমানায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে সীমানা গেজেট প্রকাশ করা হয়েছে। এ গেজেট চ্যালেঞ্জ করে রিট করা হয়।