দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষক-শ্রমিক-জনতা লীগের গামছা প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন এবং উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় শতাধিক সমর্থক তার সঙ্গে ছিলেন।
নকুল কুমার বিশ্বাস বলেন, ‘আমার প্রিয় মায়ের আঁচল ও বাবার গামছা। তাই গামছা নিয়েই নির্বাচনের মাঠে এসেছি। ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর গান করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলছি।
‘আওয়ামী লীগের বাইরে কৃষক-শ্রমিক-জনতা লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে। তাই গামছা মার্কা নিয়ে জনগণের জন্য কাজ করতেই নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশাবাদী আমি।’