দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শনিবার বিকেলে বন্দর নগরীর লালদিঘিতে জেলা পরিষদ মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনটির চেয়ারম্যান এম এ মতিন এ ঘোষণা দেন।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন বলেন, ‘জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই দেশি-বিদেশি কুচক্রীরা মাথাচাড়া দিয়ে ওঠে। জাতীয় নির্বাচন কিভাবে কোন পদ্ধতিতে হবে সেটা দেশের রাজনীতিবিদরা বসে ফয়সালা করবেন, এটাই কাম্য। কিন্তু তাদের ব্যর্থতার দেশি-বিদেশি কুচক্রীরা আমাদের দেশ নিয়ে অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবার জাতীয় নির্বাচনে আসা উচিত। ইসলামী ফ্রন্ট নির্বাচনে অংশ নেবে এবং সারাদেশে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। অবশ্যই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।’
সমাবেশে দলের মহাসচিব স উ ম আব্দুস সামাদ বলেন, ‘পার্লামেন্টে সুন্নি জনতার প্রতিনিধিত্ব নির্বাচনের যে সুযোগ এসেছে তা আমাদের কাজে লাগাতে হবে।’
সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৈয়ব আলীর সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব সৈয়দ মছিহুদ্দৌলা, সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আহমদ হোসাইন, ইসমাইল নোমানী, সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, রফিকুল ইসলাম পাটোয়ারী, আবু নাছের তালুকদার, সুন্নী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী বক্তব্য দেন।