দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের পাইপ ফুটো করে তেল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছে। পুলিশ এই মামলার এজাহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটিতে অত্যাধুনি সিগন্যাল রয়েছে। পাইপের কোনো স্থান থেকে এক ফোঁটা তেল বের হলেই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে সিগন্যাল যায়।
শনিবার সকাল থেকে ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনালের দুই প্রকৌশলী সমেন ভট্টাচার্য ও শুভংকর জানার তত্ত্বাবধানে ফুটো হয়ে যাওয়া পাইপ মেরামতের কাজ শুরু করা হয়। এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে অভিনব প্রযুক্তির মাধ্যমে পাইপ ফুটো হওয়ার সিগন্যাল পান কর্তৃপক্ষ।
গ্রেপ্তাররা হলেন চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের ২৭ বছর বয়সী জাহাঙ্গীর আলম, পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের ৪৫ বছর বয়সী মানিক শাহ, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাশকান্দর গ্রামের ৬৫ বছর বয়সী নাজমুল হক ও একই এলাকার ৪৮ বছর বয়সী আমিনুল ইসলাম।
জানা যায়, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটিতে অত্যাধুনি সিগন্যাল বসানো হয়েছে। পাইপটির কোনো স্থান থেকে এক ফোঁটা তেল বের হলেই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে সিগন্যাল দেয়। তেমনি শুক্রবার ভোর ৪টার দিকে পাইপলাইটের ১১৭ কিলোমিটার স্থান থেকে তেল বের হওয়ার সিগন্যাল পায় কর্তৃপক্ষ। পরে মাইলেজ অপারেটর জাহাঙ্গীরকে সেখানে পাঠানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে তেলের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ চিরিরবন্দর থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করে। শুক্রবার সকাল ৭টার দিকে পার্বতীপুর ডিপোর কর্মকর্তা ও চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাইপলাইনের মাটি খুড়ে। এসময় ৬ ফিট মাটির নিচে পাইপটি ফুটো পান তারা। চোরের বিশেষ কায়দায় তেলের পাইটি ফুটো করে সেখানে নাট-বল্টুর মাধ্যমে একটি কল স্থাপন করেছে বলে দেখতে পান তারা।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের পার্বতীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) ও ইনচার্জ প্রবীর হিরা বলেন, ‘ওই স্থান থেকে মাটিতে মিশ্রিত প্রায় ১০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। কতটুকু তেল চুরি হয়েছে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে তেমন তেল চুরি যায়নি।’
পাইপ লাইনের প্রকল্প পরিচালক ও মেঘনা পেট্রোলিয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে তদন্ত কমিটি গঠন করা হতে পারে। চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ছাড়া কোনো কিছু বলা যাবে না। তেমন কোনো ক্ষতি হয়নি। উন্নত প্রযুক্তির কারণে সহজেই ধরা পড়ে গেছে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, ‘শুক্রবার রাতে পার্বতীপুর ডিপোর ইনচার্জ প্রবীর হিরা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। মামলাটির পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার প্রত্যেকে ৫ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
উল্লেখ্য, কম খরচে এবং কম সময়ে ভারত থেকে পাইপলাইনে জ্বালানী তেল সরবরাহের জন্য এই পাইপলাইনটি নির্মাণ করা হয়। গত ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালী পাইলাইনে তেল আমদানী কার্যক্রমের উদ্বোধন করেন। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে শুরু হওয়া ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইন শেষ হয়েছে দিনাজপুরের পার্বতীপুর বিপিসি রেলহেড ডিপোতে। এই পাইপলাইনটি বাংলাদেশ অংশের পরিমাণ ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার।