পররাষ্ট্র দপ্তরের পরামর্শে, দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে, যাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কযুক্ত খাতগুলোর সহযোগিতা বৃদ্ধি পায়।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শুক্রবার এ বৈঠক হয়। খবর ইউএনবির
এ বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি ছিল দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র দপ্তরের পরামর্শে, দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে, যাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কযুক্ত খাতগুলোর সহযোগিতা বৃদ্ধি পায়।