বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে মুন্সীগঞ্জে শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, টায়ারে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দুইজনকে মারধরের ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাশুরগাঁও এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফেরিঘাট-শ্রীনগর সড়কে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজন মিলে ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুইটি টায়ারে অগ্নিসংযোগ করে। ওই সময় মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল অতিক্রম করার সময় মোটরসাইকেলের চালক জনি ও আরোহী নাহিয়ানকে মারধর করে আহত করে তাদের মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।