সোমবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে খবর পেয়ে সাড়ে ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর পৌঁছে বাসের আগুন নেভায় ফায়ার সার্ভিস।
চলমান অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে খবর পেয়ে সাড়ে ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর পৌঁছে বাসের আগুন নেভায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পোস্তাগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।