বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা ও গাজীপুরে আগুনে পুড়ল ৬ গাড়ি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ নভেম্বর, ২০২৩ ২৩:৪৯

আরামবাগে রাত ৮টা ২০ মিনিটে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে ৮টা ৩০ মিনিটে এবং গুলিস্তানে রাত ৯টায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধ শুরুর আগে শনিবার রাজধানী ঢাকা, আশুলিয়া ও গাজীপুরে ৬টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর উদ্যোগ নেয় ফায়ার সার্ভিস। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কে বা কারা বাসগুলোতে আগুন দিয়েছে তা-ও শনাক্ত হয়নি।

গাজীপুরের জয়দেবপুরে একটি পিকআপ এবং আশুলিয়া বেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

রাতে ঢাকায় ১ ঘণ্টা ২০ মিনিটের ব্যবধানে চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীতে বাসে আগুন দেয়ার সবশেষ ঘটনাটি ঘটে যাত্রাবাড়ীতে। এখানে ফলপট্টির কাছে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে রাত সাড়ে ৯টায় আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আর রাত ৯টা ৩৩ মিনিটে জয়দেবপুরের যুগিতলায় একটি পিকআপে আগুন দেয়া হয়। গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ওই নেভানোর কাজ করছে।

এর আগে শনিবার রাতে ৪০ মিনিটের মধ্যে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত ৮টা ২০ মিনিটে আরামবাগে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অপর ঘটনাটি ঘটে গুলিস্তান এলাকায়। এখানে সুন্দরবন স্কয়ারের সামনে রাত ৯টার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেটে রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেজগাঁও থানার ওসি অপূর্ব গণমাধ্যমকে বলেন, ‘রাত সোয়া ৭টার দিকে ফার্মগেটে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কেটের ছাদ বা বারান্দা থেকে রাস্তায় ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি আমরা তদন্ত করছি।’

এ বিভাগের আরো খবর