গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এছাড়াও একজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বৃহস্পতিবার জিএমপির কমিশনার মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
জিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলমকে গাছা থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেনকে।
পূবাইল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক কামরুজ্জামান এবং গাছা থানার ওসি ইব্রাহিম হোসেনকে বদলি করা হয়েছে বাসন থানার ওসি হিসেবে।
অপরদিকে বাসন থানার ওসি আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও পূবাইল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
জিএমপির একটি সূত্র জানায়, সম্প্রতি ঘুষ-বাণিজ্য নিয়ে পুবাইল থানার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। ওই ঘটনার জের ধরে তাকে বদলির সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।