বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জের দুই মামলায় প্রধান আসামি রিজভী

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ১ নভেম্বর, ২০২৩ ১৯:৫৮

এ ছাড়াও বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় জেলার শীর্ষ নেতাদের আসামি করে আরও দুটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা হাজারের অধিক।

নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আগামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া মামলায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনসহ ৬০ জনের নাম উল্লেখ করেছে পুলিশ।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে করা আরেকটি মামলাতেও রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুর বারী ভূইয়াসহ ৩৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এ ছাড়াও বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় জেলার শীর্ষ নেতাদের আসামি করে আরও দুটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা হাজারের অধিক।

বুধবার দুপুর পর্যন্ত এসব মামলায় আটককৃত ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

আড়াইজাজার থানার ওসি আহসান হাবিব জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাসহ পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় রুহুল কবির রিজভীসহ ৬০ নাম রয়েছে। তবে অজ্ঞাতনামা আসামি অনেক।

অন্যদিকে ফতুল্লা থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ‘রুহুল কবির রিজভীসহ মামলার ৩৪ আসামির মধ্যে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৬৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। মামলায় গিয়াস উদ্দিনসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়।

চারটি মামলাই বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজামান। তিনি বলেন, ‘এসব মামলায় ১৫ জনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এ বিভাগের আরো খবর