বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিবিয়া যেতে ইচ্ছুকদের এজেন্সির সঙ্গে লেনদেনে সতর্কতা মন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩০ অক্টোবর, ২০২৩ ২২:০২

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘লিবিয়ার সঙ্গে বাংলাদেশের জনশক্তি রপ্তানি-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে এখনই লিবিয়া যাওয়ার জন্য কোনো এজেন্সির সঙ্গে লেনদেন করা যাবে না। দেশটিতে কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।’

লিবিয়া যেতে ইচ্ছুকদের এখনই কোনো এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন করার ব্যাপারে সতর্ক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, ‘লিবিয়ার সঙ্গে বাংলাদেশের জনশক্তি রপ্তানি-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। লিবিয়ার নির্মাণ খাত ও স্বাস্থ্য সার্ভিস সেক্টরে বাংলাদেশিদের চাহিদা রয়েছে। তবে এখনই লিবিয়া যাওয়ার জন্য কোনো এজেন্সির সঙ্গে লেনদেন করা যাবে না। দেশটিতে কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।’

সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদেশে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘লিবিয়ার মাধ্যমে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাঠানোর নামে যুবকরা মানবপাচারের শিকার হচ্ছে। এসব মানবপাচারের সঙ্গে বাংলাদেশি দালালরাও জড়িত রয়েছে। এতে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে্’

প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ১৫ জন মৃত প্রবাসী পরিবারের হাতে মোট প্রায় ৬ কোটি টাকার চেক তুলে দেন। এর মধ্যে একটি পরিবারের হাতে ১০ লাখ টাকার জীবন বিমা ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়।

চেক গ্রহণকালে অধিকাংশ মৃত প্রবাসী পরিবারের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘সরকার প্রবাসীদের কল্যাণ ও অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ। বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোনো বিপদ-আপদে সরকার পাশে রয়েছে। মন্ত্রণালয় বিদেশস্থ শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মীদের সামগ্রিক নিরাপত্তা ও সকল ধরনের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।’

বিদেশে মৃত কর্মীদের ক্ষতিপূরণের অর্থ নিয়োগকারী কোম্পানি হতে আইনগতভাবে আদায় করে তা মৃত কর্মীর ওয়ারিশদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব মুনিরুছ সালেহীন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের পরিবারকে সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। মৃত প্রবাসী কর্মীর ক্ষতিপূরণের অর্থ আদায় করে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের পরিবারের নিকট পৌঁছে দিচ্ছি।’

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খানও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর